প্লাস্টিকের বোতলের পরিবর্তে গাছ- বিশ্ব পরিবেশ দিবস ২০২৩

বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষ্যে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও কোস্টাল এনভাইরনমেন্ট নেটওয়ার্ক (কোএন) সংগঠনের সমন্বয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন অংশগ্রহণমূলক ও সচেতনামূলক প্রোগ্রাম আয়োজিত হয়।

সেগমেন্টসমূহ:
১। ‘প্লাস্টিকের বোতলের পরিবর্তে গাছ’ ক্যাম্পেইন।
উক্ত ক্যাম্পেইনে আমরা ভালো সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস থেকে বোতল কালেক্ট করে আমাদের দিয়েছেন তার বিনিময়ে আমরা তাদের টোকেন দিয়েছি যা ব্যবহার করে তারা গাছ পাবেন । আমরা প্রায় ৩৫ কেজি প্লাস্টিক বোতল সংগ্রহ করেছি।
২। সচেতনামূলক র‍্যালী
৩। বৃক্ষরোপণ কর্মসূচী
৪। দেয়ালিকা প্রদর্শনী

প্লাস্টিক সহজলোভ্য হওয়ায় এটির ব্যবহারও অনেক বেশি। কিন্তু এর ক্ষতিকর দিক সম্পর্কে আমরা এখনো উদাসীন। প্লাস্টিকের বিকল্প বানিজ্যিকভাবে সহজলভ্য না হওয়ায় আমরা প্লাস্টিকের উপর খুব বেশি নির্ভরশীল যা রাতারাতি এটি নির্মুল করা সম্ভব নয়।

এখন আমরা যেটি করতে পারি, প্লাস্টিকের ব্যবহার কমানো অথবা একই প্লাস্টিক পুনরায় ব্যবহার (Reuse)।

এই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা ‘প্লাস্টিক বোতলের পরিবর্তে গাছ’ ক্যাম্পেইন চালু করি। আশেপাশে পরে থাকা প্লাস্টিক সংগ্রহ করে পুনরায় ব্যবহার করার উপযোগী পদক্ষেপ গ্রহণ করি। প্লাস্টিকের তৈরি ব্যানারগুলো ফেলে না দিয়ে টেবিলক্লথ হিসেবে ব্যবহারের জন্য শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top