জলবায়ুর পরিবর্তন সম্পর্কে বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবছর ২২ এপ্রিল “ধরিত্রী দিবস” বা “আর্থ ডে” পালন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। তাই প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে, পৃথিবীকে সুরক্ষিত ও বাসযোগ্য রাখতে বিভিন্ন দেশে এই দিনটি পালন করা হয় এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবেশ ও জলবায়ুর গুরুত্ব কতখানি, সে সম্পর্কে জনসাধারণকে বার্তা দেওয়া হয়।
প্রতিবার একটি প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটিকে উৎযাপন করা হয়।

এবারের প্রতিপাদ্য :
Invest in Our Planet
Earth Day-2023 উৎযাপন উপলক্ষে CoEN কতৃর্ক আয়োজিত “আর্টিকেল রাইটিং” প্রতিযোগিতায় মূল বিষয় ছিলো Invest in Our Planet। এই বিষয়কে সামনে রেখে প্রতিযোগিদের নিজস্ব চিন্তাভাবনা উঠে আসুক এটাই চেয়েছিলাম আমরা।
প্রতিযোগিদের আর্টিকেল নিম্নলিখিত ভাবে পর্যবেক্ষণ করা হয়ঃ- “Invest in our planet” –
থিম বিশ্লেষণ ১০ –
নিজের ইনভেস্ট ১০ (প্রতিযোগী কিভাবে ইনভেস্ট করবেন) –
আর্টিকেল জাজমেন্টে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় প্রতিযোগীর নিজস্ব চিন্তাভাবনাকে, পরিবেশে বিনিয়োগ বলতে তার সুপষ্ট চিন্তার প্রতিফলন দেখতে চেয়েছিল বিচারকরা। আপনারা সকলেই নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছেন নিজেদের চিন্তা ভাবনা গুলোকে লিখিত রূপ দেয়ার। যা সত্যিই অনেক প্রশংসনীয় । তবে বেশিরভাগ আর্টিকেল এ বিচারকরা “Invest in our planet” এর মূল প্রতিপাদ্য খুঁজে না পেয়ে অনেক হতাশ হয়েছেন। কিছু আর্টিকেল Plagiarism এর জন্য বাতিল করা হয়েছে, যা সত্যিই দুঃখজনক। স্কুল, কলেজের শিক্ষার্থীদের তুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কপি-পেস্ট করার প্রবণতা অতিমাত্রায় পরিলক্ষিত হয়েছে, যা আসলেই হতাশাজনক। আপনাদের সৃজনশীলতা বৃদ্ধি করাই ছিলো আমাদের মূল লক্ষ্য। পৃথিবীকে নতুন ভাবে গড়তে আপনাদের ধারণা গুলোকেই মানুষের কাছে পৌঁছে দেয়াই ছিলো আমাদের উদ্দেশ্য।
যারা নতুনত্বের আবির্ভাব আনার জন্য চেষ্টা করেছেন তাদেরকে জানাই কৃতজ্ঞতা। পরিশেষে বলতে চাই, প্রতিযোগীতায় সকলের অংশগ্রহণ এর জন্য আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
বিঃ দ্রঃ সবাইকে সার্টিফিকেট মেইল করা হয়েছে।
আর্টিকেল সমূহের লিঙ্কঃ https://drive.google.com/…/1J…
সার্টিফিকেট লিঙ্কঃ https://drive.google.com/…/1PZwqzP…