আজ পহেলা আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, সকাল থেকেই আষাঢ় মাস তার রূপ দেখানো শুরু করেছে। আষাঢ় মাস আসলেই সবাই বৃষ্টি নিয়ে নানা কবিতা, ছন্দ রচনা করা শুরু করে,শুরু করে মুখরোচক খাবার দাবার এর লিস্ট বানানো ,ভাবতে থাকে আরো কত কি। কখনো কি আষার মাসের এই বৃষ্টির পানি সংরক্ষণ নিয়ে ভেবেছেন!!
বর্তমান বিশ্বের পানির দুষ্প্রাপ্যতা চরম আকার ধারণ করেছে। এই সমস্যা সমাধানে বৃষ্টির পানি সংরক্ষণ হতে পারে সবচেয়ে যুগোপযোগী সমাধান। এরই ধারাবাহিকতায় আজ নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছিলো বৃষ্টি পানি সংরক্ষণ বিষয়ে “ রেইন ওয়াটার হাভেস্টিং সিস্টেম” শীর্ষক কর্মশালা। কর্মশালায় কোস্টাল এনভায়নমেন্ট নেটওয়ার্ক (CoEN) সহ সার্বিক সহযোগিতায় ছিলো ইউজিসি(UGC), ওয়াটার এইড বাংলাদেশ (WaterAid) , নোয়াখালী পৌরসভা এবং চৌমুহনী পৌরসভা।
সাতটি ধাপে সারাদিন ব্যাপি আজকের “ রেইন ওয়াটার হাভেস্টিং সিস্টেম” শীর্ষক কর্মশালাটি সম্পন্ন হয়। সেশন সমূহ পরিচালনা করেছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মহিনুজ্জামান সহ উক্ত বিভাগের সহকারি অধ্যাপক শাহরিয়ার মোহাম্মদ আরিফুর রহমান ও কিশোয়ার জাহান তুলি এবং প্রভাষক আদনান সজিব। সেইসাথে WaterAid Bangladesh এর টেকনিক্যাল লিড তাহমিদুল ইসলাম এবং সহযোগী অফিসার (টেকনিক্যাল) সামিয়া আনোয়ার রাফা দুইটি সেশন পরিচালনা করেছেন।




